প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ
নাটোরের বড়াইগ্রামে শীতবস্ত্র বিতরণ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে নিজস্ব অর্থায়নে ও পারিবারিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ইউটিউবার শাহেদ। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঝেকে বসা শীতে দরিদ্র অসহায় মানুষ নাজেহাল হয়ে পড়েছে, এই অবস্থায় ইউটিউবার শাহেদ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করে। ইউটিউবার শাহেদ গ্রামের নিজ বাড়ী চত্বরে দেড় শতাধিক দরিদ্র বয়স্ক শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহেদ ও তার বড় ভাই, পরিবারের অন্যান্য সদস্যরা । শাহেদ বলেন, এই সমাজে আমরা নিতান্তই ক্ষুদ্র মানুষ। আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করেছি মাত্র। তিনি সমাজের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। নিজ নিজ এলাকায় বিত্তবানরা এগিয়ে এলে অসহায় দরিদ্র শীতার্ত মানুষগুলো উপকৃত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com