ঢাকা, মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
দেশজুড়েউপজেলাপলাশে পিঠা উৎসব উদযাপন

পলাশে পিঠা উৎসব উদযাপন

পলাশ প্রতিনিধিঃ পিঠা উৎসব উদযাপন করেছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ।

 মঙ্গলবার পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব মোঃ আরিফ পাঠান এর সভাপতিত্বে দিনব্যাপী জমজমাট বাৎসরিক পিঠা উৎসব উদযাপন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পলাশ – ২ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। দুপুর ১২ ঘটিকায় দিনব্যাপী জমজমাট পিঠা উৎসব উদযাপনের শুভ সূচনা করা হয়। প্রধান অতিথি পিঠা উৎসব প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার এবং পলাশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের পাঠ্য পুস্তকের শিক্ষার পাশাপাশি সহশিক্ষার মূল্যায়ন করতে এ-ই পিঠা উৎসব উদযাপন করা হয়।
       উক্ত পিঠা উৎসব উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মিলন কুন্ডু উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে ছাত্র ছাত্রী অভিভাবক মন্ডলী ও এলাকার সর্বস্তরের জনগণের উপস্হিতিতে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পিঠা উৎসব উদযাপন উপলক্ষে উপচে পড়া দর্শনার্থী সমবেত হয়। কলজের ছাত্র ছাত্রী তাদের পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি সহশিক্ষার মূল্যায়ন হিসেবে পিঠা উৎসব উদযাপন করতে পেরে আনন্দিত ও উৎফুল্ল প্রকাশ করেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ