ঢাকা, মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
দেশজুড়েঘোড়াশালে হত্যার পলাতক আসামী গ্রেপ্তার

ঘোড়াশালে হত্যার পলাতক আসামী গ্রেপ্তার

আল-আমিন মুন্সী, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর ঘোড়াশালে অটোচালক আবুল কালামকে  ব্যাটারি চার্জের গ্যারেজে আটকে রেখে নির্যাতন করে হত্যার ঘটনার প্রধান আসামী জাহাঙ্গীর মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নরসিংদী সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ঘোড়াশাল পৌর এলাকার উত্তর মিয়া পাড়া গ্রামের মোঃ নাসির উদ্দীনের ছেলে। এর আগে, ২০২৩ সালের ৪ ডিসেম্বর এ হত্যাকান্ডের ঘটনায় নিহত অটো চালক আবুল কালামের ভাই সাইদুল হক বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামী করে তার বাবা-মা ও স্ত্রীর বিরুদ্ধে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জাহাঙ্গীর ছাড়া অপর তিন আসামীকে ঘটনার দিনই গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ গ্রেপ্তারকৃত অন্য আসামীরা হলেন,  জাহাঙ্গীরের বাবা  নাসির উদ্দীন, তাঁর মা মনোয়ারা বেগম ও তার স্ত্রী সাথী আক্তার। নিহতের স্ত্রী রুবি ও স্বজনরা জানান, জাহাঙ্গীরের কাছ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন আবুল কালাম। প্রতিদিনের মতো ৩ ডিসেম্বর সকালে অটো ভাড়া নিয়ে ঘোড়াশাল সড়কে বের হন তিনি। পরে পাঁচদোনার পাকিজা কারখানার সামনে এসে একটি দোকানে  চা খেতে গেলে তার অটো রিকশাটি সেখান থেকে চুরি হয়ে যায়। এ ঘটনার পর আবুল কালামকে ব্যাটারি চার্জের গ্যারেজে আটকে রেখে অটোর জরিমানার টাকার জন্য  নির্যাতন করে জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা। পরে কালামের স্ত্রী রুবি ও স্বজনরা তাকে সেখান থেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ হয়। পরের দিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টার ভিতরের এক সময়ে কালামকে শ্বাসরোধ করে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা। পরে তারা মরদেহ নিচে নামিয়ে রাখে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ৪ ডিসেম্বর ঘটনাস্থল থেকে কালামের মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নায়েবুল ইসলাম জানান, অটো চালককে হত্যার ঘটনায় প্রধান আসামী জাহাঙ্গীরকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এএসআই হারুনুর রশিদ পিপিএম কে সাথে নিয়ে নরসিংদীর সদর উপজেলার ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ