বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই পতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ২টায় নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে স্থানীয় পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাশ, কৃষি কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ আসিফ রুবেল, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলঙ্গীর কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক গাজী তরিকুল, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক রিপন রায় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এসময় পুরস্কার বিতরনের পূর্বে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।