বগুড়া প্রতিনিধিঃ ঘন কুয়াশার কারণে বগুড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন দুর্ঘটনা কবলিত ট্রাকচলক এমরান হোসেন (২১) নওগাঁ জেলার মান্দা থানার কুনইল গ্রামের রোজিনার ছেলে।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা ধারণা করছেন, অতিরিক্ত ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছেন বাসের চালক ও হেলপারসহ আরও আন্তত ১০ জন। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাদের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে শাহ ফাতেহ আলী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। একই সময় ঢাকা থেকে একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিলো। এসময় মহাসড়কের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের বলেন, সকালে ঘন কুয়াশার কারণে কাছের কিছুও দেখা যাচ্ছিলনা। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।