মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্পের একটি টীম রোব্বার সন্ধ্যায় উপজেলার খাসমহল গ্রামে অভিযান চালিয়ে সিদ্দিক আলী(৬০) নামের একজনকে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ০৩ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির নগদ ১৬ হাজার টাকা। র্যাবের দাবী, সিদ্দিক আলী একজন চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। সিদ্দিক আলী ওই গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে।
র্যাব—১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, ধৃত সিদ্দিক আলী একজন চিহ্নিত মাদক কারবারী। সে ঘটনার সময় সে হেরোইন নিয়ে অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে হেরোইন ও হেরোইন বিক্রির নগদ টাকা পাওয়া গেলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।