জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫২ ব্যাচের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের অনলাইন ক্লাস এবং ৫৩ ব্যাচের (২০২৩-২৪) ভর্তি পরীক্ষার বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহসাধারণ সম্পাদক আশফার রহমান নবীন বলেন, "৫২ ব্যাচের শিক্ষার্থীরা অনেক আগে ভর্তি পরীক্ষা দিয়েছে। কিন্তু তারা এখনো অনলাইনে ক্লাস নিচ্ছে। হলগুলোর সিট না থাকার অজুহাত দেখিয়ে প্রশাসন তাদেরকে অফলাইনে ক্লাস নিতে দিচ্ছে না। এটি শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্য।"
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মার্ক্সবাদী শাখার সংগঠক সজিব আহাম্মেদ জেনিচ বলেন, "৫২ ব্যাচের শিক্ষার্থীদের জন্য অফলাইনে ক্লাস নিশ্চিত না করে ৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অনৈতিক। প্রশাসনকে অবিলম্বে ৫২ ব্যাচের শিক্ষার্থীদের জন্য অফলাইনে ক্লাস নিশ্চিত করতে হবে।"
বিপ্লবী ছাত্রমৈত্রী জাহাঙ্গীরনগরের সংগঠক সোমা ডুমুরি বলেন, "৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষা দেওয়ার আগে ৫২ ব্যাচের শিক্ষার্থীদের জন্য অফলাইনে ক্লাস নিশ্চিত করতে হবে। প্রশাসন এ দাবি মেনে না নিলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।"
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বটতলা প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন প্লেকার্ড হাতে তারা "শিক্ষা দখলদারিত্ব, একসাথে চলে না; শিক্ষা-গণরুম একসাথে চলে না" স্লোগান দেন।
প্রসঙ্গত, ৫২ ব্যাচের অনলাইনে ক্লাস চলাকালীন সময়েই ৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষার বিজ্ঞাপন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ ফেব্রুয়ারী থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com