ঢাকা, মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
দেশজুড়েউপজেলাচাঁপাইনবাবগঞ্জ ফুটানী বাজারে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ ফুটানী বাজারে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “টিম ইলেভেন” চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফুটানী বাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রোববার (১৪ জানুয়ারী) এই স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে ভোলাহাট উপজেলার মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে সংস্থাটি।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রানাউল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম বাবলু বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. আক্তারুল ইসলাম।

বক্তারা বলেন, এ বছর শীত কিছুটা হলেও বেশি অনুভূত হচ্ছে। খেটে খাওয়া মানুষেরা আছেন দারুন কষ্টে। প্রচন্ড শীত নিবারণের জন্য ঘরের বাইরে আগুণ পোহাতে যেতেও পারছেননা তারা। আর তাই প্রতি বছরের মতো এবারো এই এলাকার অসহায়, দরিদ্র্য মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের কর্মসূচী হাতে নিয়েছে টিম ইলেভেন। এছাড়াও রক্তদান সহ বিভিন্ন মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে টিম ইলেভেনের পক্ষ থেকে। এছাড়া যেকোনো সামাজিক সমস্যায় তাদের সাথে যোগাযোগ করারও আহŸান জানান টিম ইলেভেন সদস্যবৃন্দ।

এ সময় কম্বল বিতরণে অন্যান্যের মধ্যে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মো. আজিজুর রহমান, সংরক্ষিত নারী সদস্য মোসা. লাইলী বেগম, রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ, টিম ইলেভেনের সহযোগী মো. কাইয়ুম রেজা, মো. সুজন আলী, মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ