প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
বরমীতে অবৈধভাবে নলজোড়া সরকারি খাল ভরাট
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুর উপজেলার বরমীতে চলছে অবৈধভাবে সরকারী খাল ভরাটের মহোৎসব। স্হানীয় সূত্রে খবর পেয়ে সরেজমিনে দেখতে গেলে দেখা যায়-বরমী বাজার ঘেষে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর সাথে সম্পৃক্ত,স্থানীয় নল জোড়া খাল নামে পরিচিত। ৮/১০ জন শ্রমিক এই খাল ভরাটের কাজ করছেন। তাৎক্ষণিক খবর পেয়ে স্পটে ছুটে আসেন দখল কারী তাজ উদ্দিন ওরফে (ওয়ার্কশপ তাজ উদ্দিন) তখন উনি কাজ করতে থাকা শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন তোমরা তারাতারি এখান থেকে চলে যাও।
দখলকারী তাজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন স্হানীয় নেতাদের সাথে কথা বলে আমি এ কাজ করছি। এই বিষয়ে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও অবগত আছেন। তাছাড়া চেয়ারম্যান সম্পর্কে আমার ভাতিজা হয়।
চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এর সাথে যোগাযোগ করতে চাইলে একাধিক বার মুঠোফোনে কল করলেও রিসিভ করেন নি।
এই বিষয়ে জানতে চাইলে বরমী ইউনিয়ন পরিষদের সদস্য- হাদিউল ইসলাম বলেন আমার ০৭ নং ওয়ার্ড হচ্ছে বরমী বাজার কেন্দুয়া ব্রিজের পশ্চিম পাশ থেকে শুরু এই খাল দিয়ে শ্রীপুরের প্রত্যন্ত অঞ্চল তথা বরমীর আশেপাশের এলাকার একমাত্র খাল। যে খালের পানির উপর নির্ভর করে শত শত কৃষি জমি চাষ করা হত। বর্তমানে কিছু প্রভাবশালী মহল এই সরকারী খাল ভরাট করে তাদের ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করছে।
প্রশাসনের কাছে অনুরোধ জানাই এই খালটি পুনরুদ্ধার করে খরা মৌসুমে কৃষক যেন তার কৃষি জমিতে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে পারে।
বরমী ইউনিয়ন পরিষদ সদস্য,হারুন খন্দকার বলেন কেন্দুয়া ব্রিজের পূর্ব পাশে সরকারি যে খালটি এটি আমার ৮ নং ওয়ার্ডে থাকলেও অনেক বছর ধরেই স্থানীয় প্রভাবশালী মহল৷ একটু একটু করে ভরাটের চেষ্টা করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে এই সরকারি খাল ভরাট করছে কিনা আমার এ বিষয়ে জানা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক এলাকাবাসীর কাছে জানতে চাইলে তিনি বলেন এর আগেও কয়েকবার স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে এই খাল ভরাট করার চেষ্টা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com