অতীতের পথে না হেঁটে বরং ভালো গণতান্ত্রিক দৃষ্টান্ত সৃষ্টি করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য প্রক্সি ভোটিংয়ের মাধ্যমে প্রবাসীদেরও ভোট দেওয়ার ব্যস্থা আনতে চায় সংস্থাটি।
এজন্য অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনভুক্ত (ওআইসি) দেশসমূহের বাংলাদেশ মিশনগুলোর কাছে সহায়তাও চায় সংস্থাটি।
সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে ওআইসি মিশনভুক্ত দেশগুলোর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
প্রক্সি ভোটের বিকল্প নেই
প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে আমরা কোনো ব্যবস্থাকেই প্রাইয়োরিটি দেননি বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল। তিনি বলেন, তিনটি মেথড নিয়ে আলোচনা হয়েছে।
পোস্টাল ব্যালট অকার্যকর। কারণ আমাদের কাছে যে সময় থাকে এতে প্রবাসীরে কাছে ব্যালট পাঠিয়ে ভোট ফল আনা সম্ভব নয়।
দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা অনলাইনের কথা বলেছি। আজকের বৈঠকেও আমরা সহায়তার জন্য বলেছি। ইজিপ্ট বলেছে তাদের অভজ্ঞিতা ভালো। পাকিস্তান বলেছে, তাদের প্রাথমিক অভিজ্ঞতা ভালো। তবে ফুল ফেইজে যাওয়ার মতো অবস্থা দাঁড়ায়নি। প্রক্সি ভোট ফরেন কিছু না। ভারতে সশস্ত্র বাহিনীর জন্য আছে। ফ্রান্স ও নেদারল্যান্ডে কিছু আছে। আমাদের তো পাওয়া অব অ্যাটর্নির মাধ্যমে জমিজমা ম্যানেজ করা হয়। এছাড়া মন্দের ভালো একটা ব্যবস্থা বের করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com