কক্সবাজার শহরের পাহাড়তলীতে মুজিবুর রহমান (৩৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর স্থানীয় হালিমা পাড়ার মৃত আবদুল জলিলের ছেলে। তিনি অটোরিকশার চালক ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের ভাই তানভীর জানান, রাতে পাহাড়তলীর একটি গ্যারেজে ব্যাটারিচালিত ইজিবাইক রাখা নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার মো. হোসেনের ছেলে গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়।
এসময় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করেন মোস্তফা। এতে গুরুতর আহত হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযানে চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com