
জেলার সদর উপজেলার বিনেরপোতা এলাকায় আজ স্লুইস গেটের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বেতনা নদীতে কুলুটিয়া স্লুইসগেটের এ নির্মান কাজ বাস্তবায়নে ব্যায় ধরা হয়েছে ৪ কোটি ৪৬ লাখ টাকা।
আজ রোববার সকালে জেলা শহরের অদূরে স্লুইস গেটের নির্মাণকাজ প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আসাফ-উ-দৌলা, কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন এন্ড কোং- এর পক্ষ থেকে নির্মান কাজটি সঠিকভাবে ও দ্রুত সম্পন্ন করার জন্য অঙ্গীকার করা হয়।