ঢাকা, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, 

রবিবার, মার্চ ১৬, ২০২৫
দেশজুড়েখাগড়াছড়িতে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়িতে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

জেলায় আজ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা শহরের শাপলা চত্ত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক), জাবারাং কল্যাণ সমিতি ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি অংসুই মারমা- এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অডিনেটর বিনোদন ত্রিপুরা, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-এর সদস্য প্রিয় মোহন ত্রিপুরা, মো. জাহেদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং আইনের মাধ্যমে দোষিদের কঠোর শাস্তির দাবি জানান।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img