ঢাকা, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, 

রবিবার, মার্চ ১৬, ২০২৫
দেশজুড়েব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের সর্দার মনেক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের সর্দার মনেক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও ডাকাতদলের সর্দার ‘মনেক’কে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (১৬ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে জেলার নবীনগরের ঠুলাকান্দি গনিশাহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মন্নাফ মিয়া ওরফে মনেক মিয়া (৫২) নবীনগর উপজেলার মৃত সুধন মিয়ার ছেলে।

মনেক ব্রাহ্মণবাড়িয়া জেলার তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী, ডাকাত দলের সর্দার। এছাড়াও তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img