
আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, দলটি (আওয়ামী লীগ) দেশে ফিরে রাজনীতি করুক দেশবাসীর মতো জামায়াতে ইসলামীও তা চায় না। যারা দেশ থেকে পালিয়ে যায়, তাদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা বা ভালোবাসা নেই।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, যারা আমাদেরকে দেশের নাগরিক মনে করতো না, তারাই দেশত্যাগ করেছে। যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, তারা কখনো দেশ ছেড়ে পালায় না।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মতবিরোধ থাকা উচিত নয়। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিভিন্ন জুলুম-নির্যাতনের কথা তুলে ধরেন দলের আমির। যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদের একজনকেও জেলে রাখা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কারাবন্দি সাবেক জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির আহ্বান জানান।
আট বছরের এক শিশুর নিরাপত্তা দিতে পারিনি আমরা, এ লজ্জা আমার, এ দেশের, এ জাতির- এমন মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান করেছিলাম তা এখনো পূরণ হয়নি। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতার অনুপস্থিতির কারণে সমাজের আজ এত অধঃপতন। মানুষ যদি আল্লাহকে ভয় করে, তবে মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এজন্য বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা জরুরি।
ইফতার মাহফিলে বিএনপি, বিভিন্ন ইসলামি দল ও জামায়াতের কেন্দ্রীয় নেতারাসহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।