গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের শয়ন ঘর থেকে হৃদয় মিয়া (২২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হৃদয় ওই গ্রামে আনারুল ইসলামের পুত্র।
স্বজন, এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মাসে হৃদয় তার বন্ধুর স্ত্রী লামিয়া নামে একজনকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলোহ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এ অবস্থায় পরদিন শনিবার সকালে ঘর থেকে হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
লামিয়া বলেন, আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে। আমার আগের স্বামী-সন্তান আছে। বিয়ের আগে জানতাম না হৃদয় আগেও একটি বিয়ে করেছিল। আমাদের বিয়ের পর এ নিয়েই মনোমালিন্য ছিল। এ অবস্থায় গতকাল রাতেও সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে রাতে কখন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বুঝতে পারিনি।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানিয়েছেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com