ঢাকা, সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
দেশজুড়েসিরাজগঞ্জে শীতে নাকাল শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ

সিরাজগঞ্জে শীতে নাকাল শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ পৌষের শেষে এসে সিরাজগঞ্জে বেড়েছে  শীতের দাপট আরও বৃদ্ধি পেয়েছে। কুয়াশাচ্ছন্ন প্রকৃতির মধ্যে আজ সিরাজগঞ্জে সূর্যের দেখা মেলেনি। সেই সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় নাকাল যমুনাপাড়ের এ শহরের কর্মজীবী মানুষ। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের কর্মজীবন যেন স্থবির হয়ে পড়েছে। শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) সকাল দশটা পর্যন্তও সিরাজগঞ্জ শহরসহ জেলার সব প্রত্যন্ত অঞ্চলে দেখা মেলেনি সূর্যের। প্রকৃতি ঘন কুয়াশায় ঢাকা। ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষ। প্রকৃতির এই বৈরী আবহাওয়ার মধ্যে শরীরে একাধিক গরম কাপড় জড়িয়ে জীবিকার সন্ধানে নেমেছেন কর্মজীবী মানুষ। প্রচণ্ড শীতে নির্মাণ শ্রমিক, মাটিকাটা শ্রমিক, দিনমজুর, রিকশাচালকসহ দৈনিক আয়ে সংসার চালানো মানুষগুলোর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়ে পড়েছে। শহরে লোকসংখ্যা কম হওয়ায় রিকশা, অটোরিকশাচালকেরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ভাড়া পাচ্ছেন না।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ