ঢাকা, শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, মার্চ ১৫, ২০২৫
দেশজুড়েগাজীপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত তিন

গাজীপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত তিন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বয়স আনুমানিক ৬২ বছর ও ৫৮ বছর। তবে তাদের নাম জানা যায়নি। অপরজন হলেন অটোরিকশাচালক (৪২)।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈর বাজারে দিকে যাচ্ছিল। একপর্যায়ে অটোরিকশাটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মেদিআশুলাই এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও স্বামী-স্ত্রী মারা যান।

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img