ঢাকা, শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, মার্চ ১৫, ২০২৫
খবরকালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কস্তুরিপাড়া সিংনা আঞ্চলিক সড়কে ও রাত ৮টার দিকে জোকারচর বালুরঘাটে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন কিশোর। তার নাম লিটন (১৪)।

সে একই উপজেলার কুটুরিয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। অন্যদের নাম জানা যায়নি।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম জানান, বিকেলে কস্তুরিপাড়া সিংনা নোয়াবাড়ী আঞ্চলিক সড়কে বালুভর্তি চলন্ত একটি ট্রাকের ওপর থেকে পড়ে যান শ্রমিক লিটন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে কালিহাতীর জোকারচর বালুর ঘাটে ট্রাকচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img