সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে পুকুর থেকে রিয়াজ উদ্দিন (১৮) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার ছাত্রাবাসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।রিয়াজ উদ্দিন মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার (ইলাশপুর) গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ওই ছাত্রের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com