নগরের ইপিজেড এলাকায় একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে লোহার রড বিদ্ধ হয়ে রঞ্জন (৭) নামে এক শিশু মারা গেছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে মাইলের মাথার আজিজ বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শিশুটি মারা যায়।
সে পটুয়াখালী জেলার বাবলু সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রঞ্জন ভবনের ছাদে খেলছিল।
হঠাৎ ভারসাম্য হারিয়ে ছাদের কার্নিশ থেকে নিচে পড়ে যায়। নিচে থাকা সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে সে গুরুতর আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব এলাহী বলেন, আমরা যাওয়ার আগে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
পরে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ ইপিজেড থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com