বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশা মিয়ার ছেলে নাঈম ইসলাম (২১), একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২২) ও সিদ্দিকের ছেলে সেলিম হোসেন (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তিন বন্ধু এলাকা থেকে মোটরসাইকেলে করে শেরপুরে যান।
ইফতারের সময় তারা দ্রুতগতিতে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছানোর পর একটি প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি উল্টে যায়।
এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত নাঈম, রিফাত ও সেলিমকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অচেতন অবস্থায় সেলিম ও রিফাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিছুক্ষণ পর সেখানে সেলিমের মৃত্যু হয়। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে রিফাতের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত তিন বন্ধুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com