ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মারণাস্ত্র ব্যবহার করে গুলি করে সীমান্তে বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (১০ মার্চ) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে এক পতাকা বৈঠকে এ প্রতিবাদ জানানো হয়।
বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের সেই বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী ও বিএসএফের পক্ষে শিলিগুড়ি সেক্টরের কমান্ডার পিকে সিং। এসময় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, গত ৮ মার্চ পঞ্চগড় সদর উপজেলার সুঁইডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে আল আমিন (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হন। বিজিবির পক্ষ থেকে বৈঠকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে।
সেই সঙ্গে বলা হয়েছে সীমান্তে বিএসএফ মারণাস্ত্রের ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে। পরে বিএসএফ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। সেই সঙ্গে আগামীতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সতর্ক থাকবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে। এছাড়া নিহত আল আমিনের মরদেহ হস্তান্তরে আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com