ঢাকা, মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
রাজধানীমিরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মিরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে ১১ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি কুদ্দুছ মেকারকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে কুদ্দুছ মেকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি তার দেওয়া প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ধর্ষণের শিকার ১১ বছরের ওই শিশু তার মায়ের সঙ্গে মিরপুর মডেল থানাধীন শাহআলী বাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। গত ২৩ ডিসেম্বর ভুক্তভোগীকে একা পেয়ে একই বাসায় বসবাসরত কুদ্দুস মেকার ওই শিশুকে ঘরের ভেতর নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে হুমকি ও ভয় দেখিয়ে ভুক্তভোগীকে পুনরায় ধর্ষণ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর খালা বাদী হয়ে কুদ্দুস মেকার ও তার স্ত্রীর (অপরাধে সহযোগী) নামে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img