টাঙ্গাইলের কালিহাতী এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষার-মোড় এলাকায়তে এই দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া জানা যায়নি।
যমুনা সেতু পূর্ব থানার দ্বায়িত্বে থাকা এসআই আতিকুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব সেতু থানায় নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com