প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৪, ৬:০২ অপরাহ্ণ
বড়াইগ্রামে বাস-ট্রাক মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত একজন
নজরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্ৰামের দরুদ জামানের ছেলে।
বনপাড়া হাইওয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। ওই সময় ঢাকা থেকে আসা একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এর পেছনেই ছিল মোটরসাইকেল। বাসটিকে ধাক্কা দিলে বাসটি পুরোপুরি ঘুরে যায় বিপরীত দিকে।
এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে করে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওমর ফারুক নিহত হয়।
বাস এবং ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ বাস এবং ট্রাকটি আটক করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এদিকে নিহত ওমর ফারুকের মরদেহ বর্তমানে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com