ঢাকা, সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, মার্চ ১০, ২০২৫
দেশজুড়েদিনব্যাপী মিছিলে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

দিনব্যাপী মিছিলে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ধর্ষকের বিচার চেয়ে মধ্যরাতে মিছিলে পর সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভাগের শিক্ষকরাও।

রোববার (৯ মার্চ) সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাবির অন্তত ১২ বিভাগের শিক্ষার্থীরা মিছিল করেছেন। প্রত্যেকটি মিছিলে উল্লেখযোগ্য শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে।

সকাল থেকে এ পর্যন্ত লোকপ্রশাসন বিভাগ, রসায়ন বিভাগ, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগ, ভূতত্ব বিভাগ, ভাষাবিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, পদার্থবিজ্ঞান বিভাগকে মিছিল বের করতে দেখা গেছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মিডটার্ম পরীক্ষা ছিল।

কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষায় বসেননি।

মিছিলে তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

একইসঙ্গে দেশর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির নিন্দা জানান।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img