বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: "অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন" প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ মার্চ ) সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা বড়াইগ্রাম এর উদ্যোগে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, উপজেলা পেশাজীবী নারী সদস্য বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ মাহফুজা পারভীন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক আতিকুর রহমান, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সরল মূর্মু, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ অহিদুল হক, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী উদ্যোক্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com