ঢাকা, মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
দেশজুড়েমোহাম্মদপুর থানা পুলিশ ২৬ জনকে গ্রেফতার করেছে

মোহাম্মদপুর থানা পুলিশ ২৬ জনকে গ্রেফতার করেছে

মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে।

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ১৪ জন মাদক কারবারিসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ফারুক (৩৮), রানা (২০),  নাছির (৩২), রাজিব সিকদার (২০), মেহেদী হাসান (২০), মুন্না ওরফে বোমা মুন্না (২৪), শুকুর আলী (৩২), জানু (৩৬), রাসেল (৪১), জাবেদ (৩৫), মিঠুন (৩২),  শহিদুল ইসলাম সোহেল (৩৯), ইসমাইল (২২), আব্দুর রহিম (৪২), সাইদ (১৯), নাজমুল (২৩), নাদিম (২১),  মুরাদ (২৫), আলাউদ্দিন (৩০), জনি (২৩), সোহেল রানা (২২), রেদওয়ান হাসান (২১), সোহাগ (২২), জাহিদ (২০), বোরহান উদ্দিন (২৪) ও হাসিব (২৩)।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত হতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img