
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে একটি বাথান (গবাদিপশুর বাসস্থান) থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামে এক যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার (৭ মার্চ) বিকেলে কাজিপুর উপজেলার তারাকান্দি গ্ৰামের সারজিল সম্পদ নামে এক ব্যক্তির বাথান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্বপন একই উপজেলার বীর শুভগাছা গ্ৰামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, তারাকান্দির একটি বাথান থেকে স্বপনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নিহতের পরিবার জানিয়েছে, প্রায় একমাস ধরে বন্ধু সারজিল সম্পদের বাথানে থেকে সেটি দেখাশোনা করতেন স্বপন। প্রতি বুধবার বাড়ি এসে স্ত্রী-সন্তানদের জন্যে বাজার করে দিয়ে আবার চলে যেতেন। কিন্তু গত বুধবার (৫ মার্চ) থেকে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। স্বপনের এ মৃত্যুটি রহস্যজনক বলে মনে করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনেরা।