সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠকে যোগ দিতে আজ সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এই বিশেষ অধিবেশন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
এই অধিবেশনে গাজার যুদ্ধবিরতির অগ্রগতি নিয়ে আলোচনা এবং গাজা দখলের প্রস্তাবিত পরিকল্পনার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হবে, যা ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে জোরপূর্বক পুনর্বাসনের দিকে ঠেলে দিতে পারে।
উপদেষ্টা ৮ মার্চ ঢাকায় ফিরবেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com