বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ ঢাকা থেকে অপহৃত শিশু আরমান (৮)কে নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে গেছে অপহরণ চক্র। বুধবার সন্ধায় উপজেলার আহম্মেদপুর কানন ফিলিং স্টেশনের সামনে তাকে ফেলে রেখে যায় তারা।
বর্তমানে শিশুটি তার বাবা—মায়ের নাম বলতে পারলেও নিজ ঠিকানা বলতে পারছে না। ফলে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আরমান জানায়, দুপুরে ঢাকার স্থানীয় একটি বাজারে তার মা বাজার করাতে ব্যস্ত থাকার সুযোগে কয়েকজন ব্যক্তি তাকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। সে আরো জানায়, মুখোশধারী লোকেরা কয়েক ঘণ্টা ধরে মাইক্রোবাসে করে এসে এখানে দাঁড়ালে আরমান চিৎকার—চেঁচামেচি শুরু করে। এতে ধরা পড়ার আশঙ্কায় দূবৃত্তরা দ্রুত শিশুটিকে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এ সময় সে তার বাবার নাম সাব্বির হোসেন বলতে পারলেও ঠিকানা বলতে না পারায় তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
আহম্মেদপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন জানান, আমরা তার স্বজনদের খেঁাজ করার চেষ্টা করছি। তাকে আপাতত খাবার দেওয়াসহ নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তবে সে কোনো ঠিকানা বলতে না পারায় স্বজনদের খুঁজে পেতে অসুবিধা হচ্ছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে আমরা খোঁজ নিয়ে শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা করবো।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com