ঢাকা, মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
দেশজুড়েবোয়ালমারীতে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

বোয়ালমারীতে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

বোয়ালমারী পৌরসদর বাজারে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বোয়ালমারী পৌরসদর বাজারের পুকুরপাড় এলাকার বাসিন্দা পল্লব সরকার (২২) ও বিজয় সরকার (২১) নামে দুই যুবক ভোটার হতে সোমবার সকালে পৌরসভায় যান। বিকেলে সেখান থেকে তারা বাড়িতে ফিরছিলেন।

এ সময় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়ক দিয়ে চালিনগর গ্রামের এক ভ্যানচালক রড বোঝাই করে যাচ্ছিলেন। পথে ভ্যানে থাকা রডের সঙ্গে পল্লবের ধাক্কা লাগে।

এনিয়ে পল্লবের সঙ্গে ভ্যানচালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জের ধরে বিকেল সাড়ে ৩টার দিকে ওই ভ্যানচালক লোকজন নিয়ে সদর বাজারের কৃষি ব্যাংকের সামনে এসে হাজির হন। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সোমবার রাত ১০টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ জমা দেননি।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের থাকা মিডওয়াইফ (ইন্টার্নশিপ) শামীম উদ্দিন বলেন, সোমবার বিকেলে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আহত পাঁচজন আসেন। এদের মধ্যে নারীও ছিলেন। আহতদের মধ্যে মঙ্গল সরকার নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিতে সন্ধ্যার পর বাড়িতে ফিরেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। শুনেছি কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ