ঢাকা, বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি, 

বুধবার, মে ২১, ২০২৫
রাজধানীগণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি

গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি

নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের’ তাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা স্থান পেয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও মুখ্য সংগঠক তাহমীদ আল মোদ্দাসসীর চৌধুরী।

এসময় আবু বাকের মজুমদার বলেন, আমরা দীর্ঘদিন এই সংগঠন তৈরির জন্য কাজ করেছি। শিক্ষার্থীদের সঙ্গে মিশেছি। নতুন বাংলাদেশে ছাত্ররাজনীতি কেমন হতে পারে, আমরা সে বিষয়ে মতামত নিয়েছি। আমরা দেখেছি, শিক্ষার্থীরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। আমাদের সংগঠনের কাউন্সিলে ‘বটম টু টপ অ্যাপ্রোচে’ নেতা নির্বাচন করা হবে।

তিনি বলেন, আমাদের সংগঠনে কেন্দ্রীয় নেতৃত্বে সর্বোচ্চ বয়সসীমা থাকবে ২৮ বছর। এছাড়া অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তি থেকে ৭ বছর পর্যন্ত রাজনীতি করতে পারবেন। আমরা নারীদের একটি কমফোর্ট দেওয়ার রাজনীতির কথা বলছি। সেকারণে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নারীরাও আমাদের এই কমিটিতে আসছেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতি-মারামারির ঘটনা প্রসঙ্গে আবু বাকের মজুমদার দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, গতকাল কমিটি ঘোষণার আগেই তারা একটি উত্তেজনাময় পরিবেশ তৈরি করে। অথচ আমরা রাজনৈতিকভাবে সচেতন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা নিয়ে কমিটি করি। কিন্তু এখানে ভুল বোঝাবুঝি হয়েছে।

আবু বাকের মজুমদার আরও বলেন, আহ্বায়ক কমিটিতে তো হাজার হাজার লোক রাখা সম্ভব না। আহ্বায়ক কমিটি বিভিন্ন ইউনিটভিত্তিক কমিটি গঠন করবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সেকারণে অন্তত ৬ মাস প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম আবেদীন বলেন, আমরা গতকালকের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। নতুন ছাত্র সংগঠন নিয়ে সামনে এসেছি। জুলাইতে আত্মার টানে আমরা রাজপথে নেমেছি। যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস রাজনীতি না থাকায় জাতীয় রাজনীতিতে যাচ্ছি। পাবলিক-প্রাইভেট নিয়ে কোনো ধরনের ভেদাভেদ না রেখে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রেখে আমরা আমাদের ভূমিকা রাখব।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img