দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠছে একই পাড়ার মোঃ ফাহিম (২৫) এর বিরুদ্ধে। অভিযোগকারী ভিকটিমের বাবা জানান;আমার বাড়ী ও ফাহিমের বাড়ী একই পাড়ায়,আমি আমার বাবার বাড়ী থেকে আনুমানিক ১০০ গজ দুরত্বে দক্ষিণ দিকে নতুন বাড়ী নির্মাণ করি। ধর্ষক ফাহিম আমার বাড়ীতে প্রতি নিয়ত যাওয়া আসা করত,ফলে উভয় এর মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসি ব্যবসার কাজে প্রতিদিন সকালবেলা বাড়ী থেকে বের হই এবং রাত্রি ১০টার দিকে বাড়ীতে আসি। ০৮ জানুয়ারী আনুমানিক রাত্রি ৮.৩০ ঘটিকায় আমার মেয়ে তার দাদার বাড়ীতে ফেরার পথে তাকে একা পেয়ে ধর্ষক ফাহিম রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আমার মেয়ের মুখ চেপে ধরে পাশ্ববতীর্ সরিষা ক্ষেতে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। সে সময় সরিষা ক্ষেতের পাশ্ববতী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দু—তিনজন পথচারী, তারা গোঙ্গানির শব্দ পেয়ে এগিয়ে গেলে ধর্ষক ফাহিম আমার মেয়েকে রেখে পালিয়ে যায়।এ বিষয়ে চিরিরবন্দর থানায় এজাহার দায়ের করা হয়েছে। উক্ত বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ জনাব আবু হাসনাত খানের সাথে কথা বলে জানা যায়, গতরাতে ঘটনাটি মুঠোফোনযোগে জানতে পারলে আমরা মেয়েটিকে উদ্ধার করি এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করি।বর্তমান মেয়েটি তার বাবার বাড়ীতে হেফাজতে আছে,আমরা ফাহিমকে আটক করার তৎপরতা চালাচ্ছি।সে এখন পর্যন্ত পলাতক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com