প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৪, ৯:৫৭ অপরাহ্ণ
নব নির্বাচিত এমপিকে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সংবর্ধনা
চয়ন ইসলাম সিদ্দীকী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭ সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শাহজাদপুর সাংবাদিক ফোরাম।
সোমবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় নব নির্বাচিত এ সংসদ সদস্যের পৌর শহরের শক্তিপুরস্থ নিজ বাস ভবনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল এবং সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকনের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
এসময় চয়ন ইসলাম হাসি মুখে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বস্তুনিষ্ঠভাবে নির্বাচনী সংবাদ পরিবেশনের জন্য শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক বাবু, সিনিয়র সদস্য মো. ফারুক সরকার, শরিফুল ইসলাম, মাসুম হোমেন অন্তু, মো. চয়ন ইসলাম, নাঈম সিদ্দিক প্রমূখ।
উল্লেখ্য, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চয়ন ইসলাম নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ১ লক্ষ ৩ হাজার ২১৪।
এ আসনে উল্লেখিত দুজন ছাড়াও আরও ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তবে তাদের কেউই খুব বেশি ভোট পাননি।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com