ঢাকা, রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, 

রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
দেশজুড়েবাগাতিপাড়ায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

বাগাতিপাড়ায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে মো. আজব আলী (৭০) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে মো. আলিফ হোসেন (১৫) নামে এক কিশোর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নন্দিকুজা কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ির আঙ্গিনা ও সলইপাড়া গ্রামে পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজব আলী ওই গ্রামের আকালী প্রামাণিকের ছেলে।

আর আহত আলিফ একই উপজেলার সলইপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়।

এসময় বৃষ্টিতে ভিজেই বাড়ির ভেতর প্রবেশ করছিলেন আজব আলী। এ অস্থায় বাড়ির আঙ্গিনায় এলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।

 বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে উপজেলার সলইপাড়া গ্রামে প্রায় একই সময়ে বজ্রপাতে আলিফ নামে এক কিশোর আহত হয়। তাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানকার মেডিকেল অফিসার ডা. রিতা হাওলদার ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ