ঢাকা, রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, 

রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
দেশজুড়েভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সৃষ্টি করা হবে: সিইসি

ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সৃষ্টি করা হবে: সিইসি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তিনি বলেন, ভোটকেন্দ্রে বাধাপ্রদান, মানুষ মারার ঘটনাগুলো চলবে না।

এ সমস্ত অপরাধ কর্মকাণ্ড কোনোক্রমেই হতে দেওয়া হবে না।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ব্যক্তিগত সফরে কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ গ্রামে বাবা-মার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদরাসা-এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।

নাসির উদ্দীন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন।

আপনার জমিটা যেভাবে পাহারা দেন। নিজের ভোটটিও একইভাবে পাহারা দিতে হবে।

প্রয়োজনে কেন্দ্রেও পাহারা দিতে হবে। যাতে নির্বাচন সুন্দর হয় এবং ঈদের আনন্দের মতো ভোট উৎসব করতে পারি। এ উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সব সমস্যা সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বেলা সাড়ে ১১টায় কুতুবদিয়া সদর বড়ঘোপে উত্তর মগডেইল নিজ বাড়িতে পৌঁছান নাছির উদ্দীন। সেখানে বাবা-মার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন, কুতুবদিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রামস্থ ইসলামিয়া তাহফিজুল কুরআন একাডেমির পরিচালক মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারী।

পরে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবর জিয়ারত করে বিকেলে ঢাকার উদ্দেশে কুতুবদিয়া ছাড়েন সিইসি।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ