ঢাকা, শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
দেশজুড়েদাওয়াতে যাওয়ার সময় বাসচাপায় ২ যুবক নিহত

দাওয়াতে যাওয়ার সময় বাসচাপায় ২ যুবক নিহত

নরসিংদীর রায়পুরায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চাচারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গলী শিবপুর গ্রামের জুম্মান মিয়ার ছেলে রনি (৩০) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাপস (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের রনি ও তাপস মোটরসাইকেলযোগে নরসিংদী সদরে আসছিলেন।

মোটরসাইকেলটি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চাচারবাগ এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটোরসাইলের দুই আরোহী রাস্তায় ছিটকে পরে।

ওই সময় দ্রুতগামী বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, ছোট ভাইয়ের সুন্নতে খতনা অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে নরসিংদীর উদ্দেশে যাত্রা করে রনি ও তাপস। পথে মরজালের চারাবাগে বাসের চাপায় পিষ্ট হয়ে একই সঙ্গে দুজন নিহত হয়।

ভৈবর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. নূরুল হক  বলেন, একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার ভৈবর হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছে।  মরদেহের সুরুতহাল রিপোর্ট করা হয়েছে। পরবর্তী আইগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ