মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা নাগাদ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, ভাষা আন্দোনের সোপান পেরিয়ে আমরা ধীরে ধীরে স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছি। যখন আমরা স্বৈরাচারের কবলে পড়েছি, তখন বায়ান্ন আমাদের লড়াই করতে উদ্বুদ্ধ করেছে।
তিনি বলেন, বায়ান্নর প্রেরণায় আমরা দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে।
এই প্রেরণায় দীর্ঘ রক্তাক্ত পথ পেরিয়ে জুলাই-আগস্ট (অভ্যুত্থান) হয়েছে।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ংকর দুর্নীতিবাজ, উৎপীড়ক, রক্তপিপাসু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
অথচ গণতন্ত্রের পক্ষে থাকলে তাদেরই ভালো হতো।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, গণতন্ত্রের পক্ষে থাকলে কেউ পালায় না। এর উদাহরণ বেগম খালেদা জিয়া। এত নিপীড়নের পরও তিনি জনগণ ও দেশ ছেড়ে যাননি।
নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। পরে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তাদের মধ্য দিয়েই স্থানীয় সরকার নির্বাচন হবে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। নির্বাচন দীর্ঘায়িত করা উচিত হবে না।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com