মানিকগঞ্জের সাটুরিয়ায় নাতবউকে বাঁচাতে গিয়ে নাতির হাতে দাদি খুন হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাসিয়ালি কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে জসিম উদ্দিন (২৭) ও তার স্ত্রী মুন্নি বেগমের (১৯) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম ট্রাক্টর মেশিনের স্টার্ট দেওয়ার হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করতে যান। এ সময় তার দাদি জাহানারা বেগম (৭৫) ঠেকানোর চেষ্টা করলে হ্যান্ডেলের আঘাতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা আহত অবস্থায় জাহানারা বেগমকে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে মানিকগঞ্জ মেডিকেলে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভাসিয়ালি কেষ্টপুর গ্রামের বাসিন্দা আদিল মাহমুদ ও আরমান আহমেদ বলেন, অভিযুক্ত জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার আচার-আচরণ ছিল হিংস্র। এছাড়াও তিনি প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন এবং পারিবারিক ও সামাজিক অশান্তির জন্য দায়ী ছিলেন। তার উচ্ছৃঙ্খল আচরণের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। জসিমের এমন অব্যাহত অসামাজিক কর্মকাণ্ডই শেষপর্যন্ত পারিবারিক কলহের রূপ নিয়ে এ মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তারা।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত আসামি জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com