হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জঃ অসহায় ও দু:স্থদের মাঝে শীতকালীন বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতি-সীপকস। মঙ্গলবার সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন পরিচালিত বিউগল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় সীপকস এর রাজশাহী উপশাখার সহসভানেত্রী তানিয়া নূর জানান, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বর্ডার গার্ড বাংলাদেশের একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান।
প্রচন্ড শীতে এই এলাকার অসহায় দু:স্থরা যখন কষ্ট পাচ্ছে ঠিক তখনই তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে সীপকস। এরই অংশ হিসেবে সীপকস এর চাঁপাইনবাবগঞ্জ উপ-শাখা ৫৩ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এি কম্বল বিতরণের আযোজন করে। আর শীতের শুরুতেই তাদের হাতেহাতে শীতবস্ত্র হিসেবে কম্বল দিতে পেরে ধন্য বোধ করছেন সীপকসের সদস্যবৃন্দ। এমন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সীপকস চাঁপাইনবাবগঞ্জ উপশাখার সাধারণ সম্পাদিকা নাহিদা ইয়াসমিন পপি এবং কোষাধ্যক্ষ শান্তা খাতুনসহ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অত্র অঞ্চলের শীতার্ত দুঃস্থ ১০০ জনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com