ঢাকা, শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৬ হিজরি, 

শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
দেশজুড়েফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষ, নিহত ৫

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষ, নিহত ৫

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, মহাসড়কের ঢাকামুখী লেনের হাফেজিয়া মাদরাসা এলাকায় একটি কাভার্ডভ্যান ঢালাই শ্রমিকবোঝাই পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ