সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা এবং জরিমানা করতে পুলিশকে দেওয়া আদেশ বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) এ তথ্য জানিয়েছে। পরে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।
বিআরটিএর চিঠিতে বলা হয়েছে, গ্যাস/পেট্রোলচালিত ৪ স্ট্রোক থ্রি হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশনা প্রদান সংক্রান্ত আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
এর আগে গত মঙ্গলবার বিআরটিএ পুলিশকে ওই নির্দেশনা দেয়। সড়ক পরিবহন আইনে ভাড়া সংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
এর প্রতিবাদে আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ধর্মঘটের ডাক দেন সিএনজি অটোরিকশা চালকরা। সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।
এছাড়া বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার ঘোষণাও দিয়ে রেখেছে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। তবে তার আগেই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হলো।
ধর্মঘটের ডাক দিয়ে বেশ কিছু দাবি করেছেন সিএনজি-চালিত অটোরিকশা পরিবহন কর্মচারীরা। দাবিগুলো হলো-
* সিএনজি অটোরিকশায় মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ে চালকের ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, বিআরটিএ কর্তৃক নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার।
* সড়ক পরিবহন আইন ২০১৮ হইতে শ্রমিক স্বার্থবিরোধী অযৌক্তিক ধারাসমূহ বাতিল/সংস্কার করা।
* বিআরটিএ-তে ঘাপটি মেরে থাকা হাসিনার দোরসদের প্রত্যাহারের দাবি।
* ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পেশকৃত ১৩ দফা মেনে নেওয়া।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com