জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ফজিলাতুন্নেছা হলে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে আগুন লাগার ঘটনা ঘটেছে। হলের অষ্টম তলায় ৮১০ নং কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নয়টার দিকে ৮১০ নাম্বার কক্ষ থেকে আগুনের ধোঁয়া দেখতে পান আশেপাশের রুমের ছাত্রীরা। তাৎক্ষণিকভাবে ওয়ার্ডেন ও কর্মকর্তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। কারণ, রুমের খাটের পাশে একটি এশট্রেতে ২০-৩০টি সিগারেটের খোসা পাওয়া গেছে।
হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক ড. আফসানা হক জানান, আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে রুমের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।
হল প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন,আগুন লাগার কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।