ঢাকা, শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৬ হিজরি, 

শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
আন্তর্জাতিকগাজার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন এরদোয়ান

গাজার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন এরদোয়ান

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার জন্য অগ্রহণযোগ্য পরিকল্পনা প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে।

এরদোয়ান বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। ইতিহাস, মূল্যবোধ ও ঐতিহ্যকে উপেক্ষা করে এমন কোনো দৃষ্টিভঙ্গি কারও থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে তিনি ফিলিস্তিনিদের যেকোনো জোরপূর্বক স্থানচ্যুতির তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, এই জোরপূর্বক স্থানচ্যুতি অনুমোদন করা একেবারেই অগ্রহণযোগ্য। এটি হবে একটি সম্পূর্ণ নৃশংসতা।

ট্রাম্প ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন পরিকল্পনার জন্য চাপ দিচ্ছেন, যে প্রস্তাব উভয় দেশই বারবার প্রত্যাখ্যান করেছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ