ঢাকা, শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
দেশজুড়েসীমান্তে ভারতের কয়লা গুহায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সীমান্তে ভারতের কয়লা গুহায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তে ভারত থেকে কয়লা নিতে যেয়ে কোয়ারিতে মাটি চাপায় মো. রজব আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াঘাটা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার জিরো লাইনের এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে কয়লার কোয়ারিতে এ ঘটনা ঘটেছে।

নিহত কয়লা শ্রমিক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।

সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, সীমান্তে কঠোর নজরদারির পরও ভোরে টহল দলের চোখ ফাঁকি দিয়ে ভারতের অভ্যন্তরের কয়লা গুহায় কাজ করতে গিয়ে মো. রজব আলী অসুস্থ হন। এ সময় সঙ্গে থাকা লোকজন তাকে বাংলাদেশে লাকমা পশ্চিম পাড়ায় তার বাড়িতে নিয়ে আসে। পরে তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ