ঢাকা, শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, মার্চ ১৫, ২০২৫
দেশজুড়েনারায়ণগঞ্জে সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জে সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায়কে (৬২) গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাহাপাড়ায় শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থতলায় উৎপল রায় তার পরিবার নিয়ে থাকতেন।

উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় জানান, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা না খোলায় লক ভেঙে ভেতরে গিয়ে তার বাবার গলা কাটা মরাদেহ দেখতে পান তিনি।

জানা যায়, বন্দর থেকে এসে তাদের গৃহকর্মী বাসায় কাজ করেন। সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে তিনি বাসায ঢুকে আবার সাড়ে ৯টার মধ্যে চলে যান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img