ঢাকা, শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, মার্চ ১৫, ২০২৫
দেশজুড়েবগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়া সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে৷

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম হোসেন বগুড়া সদর উপজেলার চকফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন জানান, কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img