নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে ডা. মনির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও শিশু নিউরোলজিস্ট ডাক্তার মনির হোসেন এবং ডাক্তার আয়েশা সিদ্দিকার সার্বিক তত্ত্বাবধানে উপজেলার কালঘরা হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার হোসেনসহ ৪১ জন চিকিৎসক। সকাল থেকেই ক্যাম্পে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও আন্তর্জাতিক চক্ষু ব্যাংক এর সহায়তায় চক্ষু সেবা, ঔষুধ বিতরণ এবং বিনামূল্যে ব্র্যাড গ্রুপিং নির্ণয়সহ শারীরিক বিভিন্ন রোগে আক্রান্তদের ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়। পাশাপাশি ৩ লক্ষ টাকার ঔষুধ বিতরণ করা হয়েছে। দিনব্যাপী ৪১ জন চিকিৎসক প্রায় সাড়ে ৩ হাজার রোগীর চিকিৎসা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com